ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া মৃত্যুশয্যায়, প্রিয় ঘোড়াটিকে হত্যা করলো দুর্বৃত্তরা!

প্রকাশিত: ১৮:০৭, ১৮ মে ২০২৫; আপডেট: ১৮:০৮, ১৮ মে ২০২৫

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া মৃত্যুশয্যায়, প্রিয় ঘোড়াটিকে হত্যা করলো দুর্বৃত্তরা!

ছ‌বি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এক অজানা অথচ বিস্ময়কর মানুষ মনু মিয়া। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে গেছেন মানুষের জন্য। মৃত্যুর খবর শুনলেই হাতে কোদাল-খুন্তি আর পিঠে ব্যাগ নিয়ে ছুটে যেতেন কবরস্থানে। তার এ অভাবনীয় মানবসেবার পথসঙ্গী ছিল একটি তেজদীপ্ত ঘোড়া। ঘোড়াটিকে নিয়ে ছুটে চলা ছিল তার জীবনের অঙ্গ।

আজ সেই মনু মিয়া মৃত্যুশয্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী, নিঃসন্তান এই মানুষটির শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিদিন। এমন সংকটপূর্ণ মুহূর্তে তাকে আরো একবার গভীর আঘাত করলো নির্মমতা—দুর্বৃত্তরা হত্যা করেছে তার প্রিয় ঘোড়াটিকে।

১৬ মে সকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাশিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে পড়ে থাকতে দেখা যায় ঘোড়াটির নিথর দেহ। বুকে ছিল ধারালো অস্ত্রের আঘাত। স্থানীয়রা জানিয়েছেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘোড়াটি ছিল মনু মিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কয়েক বছর আগে তিনি ঘোড়াটি কিনেছিলেন দূর-দূরান্তে দ্রুত পৌঁছে কবর খুঁড়তে পারার আশায়। এরপর থেকেই ঘোড়াটি হয়ে উঠেছিল তার অবিচল সঙ্গী।

মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম জানান, “উনার শারীরিক অবস্থা খুবই খারাপ। কারো কোনো ক্ষতি করেননি তিনি। উনার এমন দুরবস্থার সময়ে কিভাবে কেউ এভাবে প্রিয় ঘোড়াটাকে মেরে ফেলতে পারলো, সেটা উনি জানলে হয়তো সহ্যই করতে পারবেন না। তাই এই খবরটা আমরা এখনো তাকে জানাইনি।”

ঘটনার পর স্থানীয়রা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার জানান, মিঠামইন থানার ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

জীবনের অর্ধশতকেরও বেশি সময় যিনি নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ের সাথী ছিলেন, সেই মনু মিয়া আজ নিজেই জীবনের এক শেষ প্রান্তে। আর তার একমাত্র নীরব সঙ্গী—প্রিয় ঘোড়াটিকে, নির্মমভাবে কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=1w59qP8hx8o

এম.কে.

আরো পড়ুন  

×