ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ আরোপ

রফিকুল ইসলাম আধার, শেরপুর

প্রকাশিত: ১৭:৫৪, ১৮ মে ২০২৫

শেরপুরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ আরোপ

ছবি: জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন দপ্তরের আওতায় চলমান প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে দ্রুত নিস্পত্তির উপর গুরুত্বারোপ করা হয়েছে। 

রবিবার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ওই গুরুত্বারোপ করা হয়। 

সেই সাথে সভায় জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণে তদারকি বাড়াতেও তাগিদ আরোপ করা হয়। এছাড়া সভায় জেলায় বন্যার পূর্বাভাসের আলোকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের উপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলামসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মিরাজ খান

×