
নিউ ইয়র্ক সিটিতে শনিবার (১৭ মে) রাতে ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় একটি মেক্সিকান নৌবাহিনীর জাহাজের মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা লেগে ১৯ জন আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে ব্রুকলিন ব্রিজের নিচের অংশে, যেখানে জাহাজের মাস্তুল বাধাগ্রস্ত হয়ে সেতুর সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহত সবাই জাহাজের কর্মচারী ছিলেন।
একটি অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুল সেতুর নিচে আটকে গেলে জাহাজের একটি অংশ টালমাটাল হয়ে যায়। সংঘর্ষের পর সাদা পোশাক পরিহিত নাবিকরা জাহাজের ক্রসবিম থেকে ঝুলে থাকা দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে।
নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র বলেন, আহতদের আঘাতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ব্রুকলিন ব্রিজ, যা ম্যানহাটান ও ব্রুকলিন শহরকে সংযুক্ত করে, ১৮৮৩ সালে নির্মিত হয়। এই সেতুটি কেবল গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু নয়, বরং একটি জনপ্রিয় পর্যটনস্থলও বটে। বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট রাইজেস’সহ বহু সিনেমায় ব্রুকলিন ব্রিজকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দর্শনীয় ধ্বংসের দৃশ্য।
রাজু