
ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন। গত নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির অভিযোগ, গাজা উপত্যকায় মানবিক সহায়তা অবরোধ করে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে চেয়েছিল যে, তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না। তবে প্রাপ্ত উত্তর থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, ফলে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত ও ১,২১,০৩৪ জন আহত হয়েছেন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে।
নেতানিয়াহু ও গ্যালান্ট আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তারা আইসিসির এখতিয়ার ও পরোয়ানার বৈধতা চ্যালেঞ্জ করেছেন। আইসিসির আপিল কক্ষে এই বিষয়ে পর্যালোচনা চলছে, তবে সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি।
নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিলের ঘটনা আন্তর্জাতিক মহলে আইসিসির ক্ষমতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
এসইউ