ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে চা বিক্রেতা নারীর মৃত্যু, স্বামীও গুরুতর আহত

মোঃ রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা:

প্রকাশিত: ১১:০৫, ১৮ মে ২০২৫; আপডেট: ১১:০৫, ১৮ মে ২০২৫

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে চা বিক্রেতা নারীর মৃত্যু, স্বামীও গুরুতর আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে শাপলা বেগম (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন।শনিবার রাত ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ পীরপল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম (৩৭) রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছিল। শাপলা বেগম ও তার স্বামী খোকা মিয়া বাজারে দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ বটগাছের একটি বড় ডাল তার চায়ের দোকানের টিনের চালার উপর পড়ে। এসময় গাছের ডালের নিচে পড়ে দুইজনই চাপা খান। স্থানীয়রা উদ্ধার করে দেখতে পান, শাপলা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান।

গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চেয়ারম্যান মো: হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আফরোজা

×