ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ মে ২০২৫

যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) এই ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প জানান, এই ফোনালাপের মূল লক্ষ্য হবেরক্তপাত বন্ধ করা

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল- দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় পুতিনের সঙ্গে তার ফোনালাপ হবে। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটোভুক্ত দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান।

এদিকে তিন বছর পর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

ট্রাম্প ইতোমধ্যে প্রস্তাব দিয়েছেন, পুতিন যদি বৈঠকে অংশ নেন, তবে তিনিও উপস্থিত থাকবেন। যদিও পুতিন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রকৃত অগ্রগতি সম্ভব শুধুমাত্র তার পুতিনের সরাসরি সাক্ষাতের মাধ্যমে।

রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্প-পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে। তাস নিউজকে তিনি বলেন, “আলোচনা চলমান রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, “আমি আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে, এবং এই ভয়াবহ যুদ্ধযেটি কখনই শুরু হওয়া উচিত ছিল নাতার অবসান ঘটবে।

ইউরোপীয় নেতারাও অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প পুতিনের মধ্যে সম্ভাব্য ফোনালাপে যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির পক্ষে হলেও মস্কোর অবস্থান তুলনামূলকভাবে ধীরগতির। তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক ফোনালাপে মস্কো ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। সর্বশেষ ইস্তাম্বুল বৈঠকের পর ইউক্রেন একটি পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানায়।

মুমু

আরো পড়ুন  

×