ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ট্রাম্পের বাবা মোদি’, মন্তব্যের পর পোস্ট ডিলিট কঙ্গনার

প্রকাশিত: ১১:৫০, ১৮ মে ২০২৫

‘ট্রাম্পের বাবা মোদি’, মন্তব্যের পর পোস্ট ডিলিট কঙ্গনার

ছবি : সংগৃহীত

ভারতে আবারো সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়িয়েছে বিজেপির সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ট্রাম্পের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কঙ্গনা, যা পরে বিজেপির প্রেসিডেন্ট জেপি নডার নির্দেশে মুছে ফেলতে বাধ্য হন। পোস্ট মুছে ফেলার পরও নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

 

ট্রাম্প ১৫ মে সকালে জানিয়েছিলেন, ভারতে আর অ্যাপল পণ্য তৈরি করার দরকার নেই এবং এই পরামর্শ দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে। এই মন্তব্যের পর নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়। তার উত্তরে কঙ্গনা ট্রাম্পকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন, যেখানে তিনি ট্রাম্পের সাথে মোদির তুলনা করেন এবং মোদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করেন। তিনি বলেন, ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট, অথচ মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। কঙ্গনা ট্রাম্পকে ‘আলফামেল’ বলেও অভিহিত করেন এবং মোদিকে ‘সব আলফামেলের বাবা’ বলে দাবি করেন।

 

পোস্টে তিনি নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন তোলেন, এই মন্তব্য কি কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে, নাকি ব্যক্তিগত ইরশা থেকে এসেছে? পোস্ট মুছে ফেলার আগেই তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মুছে ফেলার পরেও কঙ্গনা সমালোচনার মুখে পড়েন। পরে তিনি জানান, জেপি নডার ফোনে নির্দেশনা পাওয়ার পরই পোস্ট মুছে ফেলেছেন এবং নিজের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য অনুতপ্ত হয়েছেন।

 

 

এই ঘটনা মোদি সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে ট্রাম্পের প্রতি ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিবেশকে যথাযথভাবে সামলানো কঠিন হয়ে উঠেছে।

আঁখি

×