ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উখিয়ার সরকারি ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি

এম ফেরদৌস - উখিয়া, কক্সবাজার

প্রকাশিত: ১৪:১৩, ১৮ মে ২০২৫

উখিয়ার সরকারি ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘটনার নয় মাস অতিক্রম হলেও কক্সবাজারের উখিয়া উপজেলার একটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে এখনও রয়ে গেছে শেখ হাসিনার ছবি।

উপজেলা হিসাব রক্ষণ অফিসের সরকারি ওয়েবসাইট (ao.ukhiya.coxsbazar.gov.bd) পরিদর্শন করে দেখা যায়, হোমপেইজে কাভার ফটো হিসেবে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার একটি জনসভার ছবি। বিষয়টি সেবাগ্রহীতাদের নজরে আসে।

এ বিষয়ে স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, “একটি প্রয়োজনীয় কাজে ওয়েবসাইটে ঢুকে বিষয়টি দেখে আমি অবাক হয়েছি।”

জানা গেছে, পাঁচ বছর দায়িত্ব পালনের পর নানা বিতর্কের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে বদলি হন তৎকালীন হিসাব রক্ষণ কর্মকর্তা আলি আহমদ। মূলত তার দায়িত্ব পালনকালে ওয়েবসাইটে “PM_Banner” নামে ছবিটি আপলোড করা হয় বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

বর্তমানে নাইক্ষ্যংছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উখিয়ার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ছবি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “এটা অবশ্যই দুঃখজনক। আগের যিনি দায়িত্বে ছিলেন, তিনি বিষয়টি আমাদের অবগত করেননি। এমনকি ৫ আগস্টের ঘটনার পরও তিনি এখানে দায়িত্বে ছিলেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানান, ছবিটি সরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মারিয়া

×