ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পুশইনের চেষ্টা ভারতের,সীমান্তে কড়া পাহাড়ায় বিজিবি

প্রকাশিত: ০৯:০৭, ১৮ মে ২০২৫

পুশইনের চেষ্টা ভারতের,সীমান্তে কড়া পাহাড়ায় বিজিবি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে খাগড়াছড়ির দুর্গম পার্বত্য অঞ্চল ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সম্প্রতি এই সীমান্ত দিয়ে মোট ৮১ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

 

 

ভারতের বিজেপি দলের কর্মকর্তারা স্বীকার করেছেন, সীমান্তের অরক্ষিত ও দুর্গম পাহাড়ি এলাকা ব্যবহার করে পুশ-ইনের ঘটনা ঘটছে। তারা জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হয়েছে এবং কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই পুশ-ইন ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিকদের সচেতন করতে চলছে সচেতনতামূলক কার্যক্রম। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দিন-রাত সীমান্তে টহল দিচ্ছে এবং সন্দেহভাজনদের উপর নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

 

খাগড়াছড়ি জেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশই দুর্গম পাহাড়, জঙ্গল এবং জনমানবহীন অঞ্চল। এসব এলাকাকেই নিশানা করেছে বিএসএফ, যেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার ঝুঁকিও রয়েছে।

বিজিবির একজন কর্মকর্তা বলেন: "আমরা বর্ডারে সবসময় এলার্ট আছি। এই ঘটনার পর আমরা নিরাপত্তা আরও জোরদার করেছি। যেসব পয়েন্ট বেশি স্পর্শকাতর, সেগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।"

এদিকে সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ে। কারণ বেশিরভাগ পুশ-ইনের ঘটনা ঘটছে রাতের অন্ধকারে। সেইসঙ্গে পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও বাড়ে রাতে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

 

 

তবুও সীমান্তরক্ষীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায়। আর তাদের এই ত্যাগ ও সতর্কতাই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।
 

আঁখি

×