ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিমলার কুখ্যাত অপরাধী মালেক র‍্যাবের হাতে গ্রেপ্তার

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার, নীলফামারী।।

প্রকাশিত: ১৩:২৬, ১৮ মে ২০২৫

ডিমলার কুখ্যাত অপরাধী মালেক র‍্যাবের হাতে গ্রেপ্তার

অবশেষে নীলফামারীর ডিমলা উপজেলা এলাকার কুখ্যাত অপরাধী আব্দুল মালেক (৩২) গ্রেপ্তার হয়েছে।র‍্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের চৌকস অভিযানিক টিমের অভিযানে শনিবার (১৭ মে) গভীর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আব্দুল মালেক ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ এমন কোন কাজ নেই যা সে করে না। তার দাপট ও ভয়ে এলাকাবাসী মুখ ফুটে কিছু বলতে পারতো না।

সম্প্রতিকালে ডিমলা উপজেলায় মোটরসাইকেল, মোবাইল, টাকা ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এছাড়া গত মার্চ মাসে ডিমলা থানায় চাঞ্চল্যকর একটি দস্যুতার ঘটনায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আব্দুল মালেক প্রধান আসামি।

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, দস্যুতা, অপহরণ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। ফলে ওই মামলাটির সূত্র ধরে মাঠে নামে।

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, গত ১৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ডিমলা থানাধীন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী দুদিয়াপাড়া গ্রামের মমতাজের ডাঙ্গা নামক কালভার্টের উপরে অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী দেশি অস্ত্র হাতে ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দেখিয়ে নগদ দেড় লাখ টাকা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরের দিন ভিকটিম ডিমলা থানায় বাদী হয়ে দস্যুতা মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে তা র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামিকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে। শনিবার (১৭ মে) রাত ১টা ১৫ মিনিটের দিকে সিপিসি-২, নীলফামারী, র‍্যাব-১৩ এর একটি চৌকস অভিযানিক দল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধৃত আসামিকে রাতেই নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয় বলে বিপ্লব কুমার গোস্বামী,অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), বিষয়টি রবিবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।

আফরোজা

×