ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্পের ৭৯তম জন্মদিনে ৪৫ মিলিয়ন ডলারের সামরিক কুচকাওয়াজ!

প্রকাশিত: ১৩:০১, ১৮ মে ২০২৫

ট্রাম্পের ৭৯তম জন্মদিনে ৪৫ মিলিয়ন ডলারের সামরিক কুচকাওয়াজ!

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ, যা দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন (১৪ জুন) এর দিনেই অনুষ্ঠিত হবে। সেনা কর্মকর্তাদের মতে, এই আয়োজনের আনুমানিক খরচ ২৫ থেকে ৪৫ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

কী থাকছে এই জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে?
সিবিএস নিউজের বরাতে জানা গেছে, এই প্যারেডে অংশ নেবে ১০০টিরও বেশি সামরিক যান, যার মধ্যে থাকবে এম১ আব্রামস ট্যাংক, স্ট্রাইকার ও ব্র্যাডলি ফাইটিং ভেহিকলস এবং হাউইটজারস-এর মতো কামান ইউনিট। এতে যুক্ত হতে পারে ৫০টি পর্যন্ত হেলিকপ্টার, যার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) সঙ্গে ব্যাপক সমন্বয়ের প্রয়োজন হবে।

সেনাসদস্যদের ব্যাপক প্রস্তুতি
সিএনবিসি’র খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল রুথ ক্যাস্ট্রো নিশ্চিত করেছেন, এই কুচকাওয়াজে ৬,৬০০ থেকে ৭,৫০০ জন সেনাসদস্য অংশ নেবেন। তারা কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এবং যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর বা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের গুদামঘরে অস্থায়ীভাবে অবস্থান করবেন। প্রত্যেক সেনাসদস্যকে প্রতিদিন একটি গরম খাবার, দুটি প্রস্তুত-থাকা মিল এবং ৫০ ডলার অতিরিক্ত ভাতা দেওয়া হবে।


এই আয়োজনের একটি আকর্ষণ হবে ঐতিহাসিক ইউনিফর্ম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানের ফ্লাইওভার। আর্লিংটন, ভার্জিনিয়া থেকে শুরু হয়ে এই কুচকাওয়াজ পৌঁছাবে ন্যাশনাল মলে। তবে দ্য ইনডিপেনডেন্ট-এর তথ্য অনুযায়ী, আয়োজকরা এখনো ১৮১২ সালের যুদ্ধ এবং স্প্যানিশ-আমেরিকান যুদ্ধে ব্যবহৃত নির্ভুল ঐতিহাসিক পোশাক সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন।


এই আয়োজনের সঙ্গে নিজের জন্মদিনের সম্পর্ক অস্বীকার করলেও ট্রাম্প বলেন, “এটা হবে এক বিশাল, দৃষ্টিনন্দন প্যারেড।” খরচ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “এর মূল্যের তুলনায় এটি আয়োজন করা হবে কিছুই না।”

উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনে অংশ নেওয়ার পর থেকেই ট্রাম্পের সামরিক প্যারেডের প্রতি আগ্রহ বেড়ে যায়। তখন তিনি বলেছিলেন, “আমরাও এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব।” তিনি ২০১৮ সালে এমন এক আয়োজনের চেষ্টা করেছিলেন, কিন্তু তখন প্রস্তাবিত খরচ ৯২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় তা বাতিল করতে বাধ্য হন। ট্রাম্প পরে দাম বাড়ার জন্য “ওয়াশিংটনের স্থানীয় রাজনীতিবিদদের” দায়ী করেন।

ন্যাশনাল পার্ক সার্ভিসের কাছে কুচকাওয়াজ এবং এর বিরোধিতা করে পাল্টা বিক্ষোভের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। দ্য ইনডিপেনডেন্ট-এর মতে, এক আবেদনে এই প্যারেডকে “আমেরিকান জনগণের প্রতি অপমান” হিসেবে অভিহিত করা হয়েছে, এবং এতে প্রায় ২০ হাজার বিক্ষোভকারীর উপস্থিতির সম্ভাবনার কথা বলা হয়েছে।

টেনেসির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান স্টিভ কোহেন এই আয়োজনকে “অপচয়” বলে কটাক্ষ করেছেন। তাঁর মন্তব্য, “ইগোটিস্ট-ইন-চিফ (ট্রাম্প) নিজের জন্মদিনে সামরিক প্যারেডের খরচ জনগণের ঘাড়ে চাপাতে চাইছেন।”

এক সপ্তাহব্যাপী উদযাপনের চূড়ান্ত পর্ব
প্যারেড ছাড়াও এই আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, প্যারাশুট জাম্প, সামরিক প্রদর্শনী এবং কান্ট্রি মিউজিক শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, রাত ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল মলে জমকালো আতশবাজির মাধ্যমে সমাপ্তি টানা হবে।

এই আয়োজনকে কেন্দ্র করে যেমন জনসাধারণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তেমনি নানা মহলে বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। এখন দেখার বিষয়, এই বহুল আলোচিত সামরিক কুচকাওয়াজ শেষ পর্যন্ত কী বার্তা নিয়ে আসে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য।

 

 


সূত্র:https://tinyurl.com/56uw9ayw

আফরোজা

×