ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা, এলাকাবাসীর দাবি এটি ’গজবের লক্ষণ’

প্রকাশিত: ১২:২৫, ১৮ মে ২০২৫

১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা, এলাকাবাসীর দাবি এটি ’গজবের লক্ষণ’

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে ১৬ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা(মোখজ) ধরেছে। এতটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা শত শত মানুষ একনজর দেখতে ভীড় করছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদুরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সাথে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ইঞ্চি কলারগাছে ৭টি মোাচা(মোখজ) বের হয়। 

শনিবার(১৭মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এতো মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এতো ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভীড় জমাতে থাকে।  সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায়(৫২) বলেন, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা। সেকেন্দার আলী নামের এক ব্যক্তি বলেন, এটা গজবের লক্ষণ। এব্যাপারে  রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়ত এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।

মুমু

×