
ছবি: সংগৃহীত
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম চালু করেছে দেশের দুই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল।
দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য প্রণীত এই কাঠামোবদ্ধ পাঠ্যক্রমটি যুক্তরাজ্যের প্রাথমিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে।
এই কারিকুলামে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাতটি মূল ক্ষেত্রে শিশুদের বিকাশে কাজ করে এই পদ্ধতি, ব্যক্তিগত, সামাজিক ও মানসিক বিকাশ; ভাষা ও যোগাযোগ দক্ষতা; শারীরিক দক্ষতা; সাহিত্য ও পঠন অভ্যাস; প্রাথমিক গণিত ও যৌক্তিক চিন্তা; পরিবেশ ও বিশ্ব সম্পর্কে জ্ঞান; শিল্প ও সৃজনশীলতা।
এই পাঠ্যক্রমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শিশুকেন্দ্রিক অনুসন্ধানভিত্তিক শিক্ষা পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের মূল্যায়ন কাঠামো। শিশুরা শেখে আনন্দের মাধ্যমে, নিজের গতিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত উইটন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এখানে প্লে-গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ক্যামব্রিজ কারিকুলামে পাঠদান করা হয়। রয়েছে হিফজুল কোরআন কর্মসূচি, বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা, ইসলামি জীবনব্যবস্থার পাঠ, বক্তব্য উপস্থাপন, বিতর্ক, রোবটিক্স ও নেতৃত্ব প্রশিক্ষণ।
২০২১ সালে গুলশানে প্রতিষ্ঠিত গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল উইটনের আদর্শে গঠিত একটি প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় ও আন্তর্জাতিক কারিকুলামের সমন্বয়ে পাঠদান করা হয়। এখানে রয়েছে হিফজ বিভাগ, এসটিইএম, চিত্রকলা, নৈতিকতা ও ব্যক্তিত্ব বিকাশের কার্যক্রম।
অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব বলেন, “এই প্রোগ্রামের ‘Personal, Social and Emotional Development’ মডিউলটি বাংলাদেশের শিশুদের জন্য অত্যন্ত কার্যকর। এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা ও মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়ক হবে।”
উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান বলেন, “এই কারিকুলাম শুধু একাডেমিক নয়, শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষার সঙ্গে যুক্ত করবে।”
সম্প্রতি ধানমন্ডির উইটন স্কুল অডিটোরিয়ামে কারিকুলামের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড-একিউএর প্রশিক্ষণ ও সহায়তা টিমপ্রধান ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটনের ভাইস প্রিন্সিপাল সৈয়দা মিরা তাবাসসুম, মহসিনা শারমিন নিশাত, পারভীন কাদের এবং গাইডেন্সের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবির।
শহীদ