ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে পড়ছে গোপালগঞ্জে

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ মে ২০২৫

তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে পড়ছে গোপালগঞ্জে

ছবি: জনকণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির প্রস্তুতি সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৭ মে) বিকেলে ফকিরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এ লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এম মিঠু লস্কর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার ফকির ও মোহাম্মদ নিজাম মুন্সী।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য তুহিন শেখ, মামুন শেখ, ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সোলেমান শেখ, সাংগঠনিক সম্পাদক শামীম মুন্সী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিয়াজ, রাজু, রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ

×