ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ০১:৪৩, ১৮ মে ২০২৫

টঙ্গীতে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

টঙ্গীতে বেতন পরিশোধের দাবিতে শনিবার গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে

গত এপ্রিল মাসের বেতন পরিশোধের দাবিতে শনিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন দত্তপাড়ার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের দেড় হাজার শ্রমিক। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। অনেককে স্কুল, কলেজ, অফিস ও আদালতে যাওয়ার জন্য হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক গার্মেন্টস কারখানায় দেড় হাজারের বেশি শ্রমিক কর্মরত। গত এপ্রিল মাসের বেতন ১০ মে’র মধ্যে পরিশোধের কথা থাকলেও ১৬ মে অতিবাহিত হওয়ার পরও বেতন না পাওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা গার্মেন্টস কারখানায় প্রবেশ করে মিছিলসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

বিভিন্ন স্লোগান দিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন, ফলে উভয় দিক থেকে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে বেতন পরিশোধ সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।

×