ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্কা পরিবর্তন করলেও জনগণ আওয়ামী লীগকে মেনে নেবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ০৫:২৩, ১৮ মে ২০২৫; আপডেট: ০৫:২৫, ১৮ মে ২০২৫

মার্কা পরিবর্তন করলেও জনগণ আওয়ামী লীগকে মেনে নেবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আওয়ামী লীগ নামে-বেনামে এবং তাদের মার্কা পরিবর্তনও যদি নির্বাচন করার চিন্তা-চেতনা লালন করে, এদেশের কোনো জনগণ তা মেনে নেবে না।’

একটি ইউটিউবভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

‘নির্বাচনে বিভিন্ন নাম ব্যবহার করে আওয়ামী লীগকে আনার একটা পায়তারা যে চলছে, আপনি কী মনে করেন?’ এমন প্রশ্নে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এটা আত্মঘাতী। এটা যদি আমি করি, এটা আমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটা যে করবে, যে দল করবে সে দলের জন্য এটা আত্মঘাতী হবে। কারণ আওয়ামী লীগ শুধু প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয় নাই, জনগণ ৫ আগস্ট কিন্তু সার্বজনীনভাবে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সুযোগে যদি তারা আবার কোনোরকম ফিরে আসার রাস্তা তৈরি করতে পারে, তাহলে শুধুমাত্র দলের জন্য না, কোনো একটা রাজনৈতিক সংগঠনের জন্য না, দেশের জন্য এটা একটা আত্মঘাতী হবে। দেশকে আবার সেই অন্ধকার রাজত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এটা জনগণ কোনোভাবেই গ্রহণ করছে না, করবে না।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/1DwWq98rxg/

রাকিব

×