ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হাসিনা ঝাড়ে কারে কারে? প্রশ্ন পিনাকীর

প্রকাশিত: ০২:৫৭, ১৮ মে ২০২৫

হাসিনা ঝাড়ে কারে কারে? প্রশ্ন পিনাকীর

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘হাসিনা ঝাড়ে কারে কারে? আজ ঝাড়িছে আমারে (অডিও লিঙ্ক কমেন্টে) আর জামায়াতরে।’

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বলেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরে পিনাকী তার ইউটিউব চ্যানেল আপলোড করা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গতেছে’ শিরোনামের একটি ভিডিওর লিঙ্ক যুক্ত করেন।

ভিডিওটির প্রথমদিকে শোনা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভয়েস রেকর্ড, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘পিনাকী ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না। ও একজন জামায়াতের নেতার মেয়েকে বিয়ে করেছে, ও হিন্দু থেকে মুসলমান হয়েছে, ও ভট্টাচার্য লেখে কীভাবে? ও ধর্মান্তর হয়ে গেছে।’

পতিত শেখ হাসিনার এমন অভিযোগের প্রেক্ষিতে পিনাকী তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘তারে (শেখ হাসিনা) সবচেয়ে বেশী প্যাড়া দিতেছে কে তাইলে? আপনি তার বক্তব্য দিয়াই বুঝবেন।’

পিনাকী আরও লেখেন, ‘হাসিনারে এমনি এমনি ইউটিউবারের নাম নিয়া ঝাড়তে হয় না। ইউটিউব সোস্যাল মিডিয়ার পাওয়ার দেখিছেন? আমারে কি এখন সুশীল এলিট সমাজ মাইন্যা নিবে?’

‘মাইন্যা নিলে আমারে এখন থিকা বাঙ্গু সুশীল এলিটেরা স্যার ডাকবেন। ঠিকাছে?’ যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/share/1BrYWxR5hN/

রাকিব

×