
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে একটি জাতির সম্মিলিত স্লোগান, যার মধ্য দিয়ে ফিরে আসে হারানো স্বাধীনতা।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের সংগঠন ‘রেড জুলাই’ তাদের ফেসবুক পেজে ‘সেদিন ৫ ই আগস্ট বিমানবন্দর এলাকা’ ক্যাপশনে জুলাই গণঅভ্যুত্থানের একটি ভিডিও পোস্ট করেছে।
ভিডিওটি দেখা যায় অসংখ্য মানুষ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় জড়ো হয়েছেন। সেদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘শুভ জন্মদিন বাংলাদেশ, শুভ জন্মদিন বাংলাদেশ।’
এছাড়া, উৎফুল্ল চিত্তে রাস্তায় হাঁটতে থাকা মানুষদের ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়।
সূত্র: https://www.facebook.com/share/r/1DgCf1864C/
রাকিব