
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আবেগঘন বক্তব্যে বলেন, “মারলাম এক হাজার, দেড় হাজার মানুষ। আহত হইলো ২০ হাজার মানুষ। রক্তের সাগর সৃষ্টি করলাম, ফ্যাসিস্টকে তাড়াইলাম। দাঁড়িয়ে মনে করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মাথার উপরে বসাইলাম—উনি এই দেশকে সোনায় মুড়িয়ে দিবে, দেশ ফিরে যাবে স্বর্ণযুগে।”
তিনি আফসোস করে বলেন, “একটা একটা করে গেল দিন, গেল মাস, ১০ মাস গড়ায় গেল। কিন্তু ‘মায়ের পেটে বাচ্চা’ হইল না, মানে ফল আসলো না আমাদের সেই সংগ্রামের। এখন আমাদের খুঁজতে হয়—তুমি গেলা কোথায়? কোথায় গেলা? তোমার জন্য না আমি যুদ্ধ করছিলাম? তোমার জন্য না জীবন দিছিলাম? তুমি গেলা কোথায়?”
ফজলুর রহমান আক্ষেপের সুরে বলেন, “তোমার নাম তো গণতন্ত্র। তুমি কোথায়? তুমি কোথায় লুকাইছো? সব আলাপ হয়—কিন্তু গণতন্ত্রের আলাপ হয় না। সব আলাপ হয়—ভোটের আলাপ হয় না।”
তিনি মনে করিয়ে দেন, জনগণের রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়েছিল, আজ তা নিখোঁজ। তার বক্তব্যে ফুটে ওঠে বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা এবং জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের দাবি।
সূত্র: https://www.youtube.com/watch?v=9YcJM1cTcFM
এএইচএ