
ছবিঃ সংগৃহীত
জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা এখনও প্রণয়ন হয়নি-এ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট উপদেষ্টারা বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না।
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন কিছু পাবো। সেই প্রত্যাশা আমাদের মেটেনি। সাধারণ জনগণ হতাশ। আমরা যাদের উপর আশা করেছিলাম, যাদের নিয়ে আশায় বুক বেঁধেছিলাম যে এরা নতুন কিছু দেখাবে, তারা পারেনি। আমরা হতাশ। কারণ, ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। এত মানুষ যে জীবন দিয়েছে, এই বিষয়টিকে তারা সিরিয়াসলি নেয়নি। এই আন্দোলনে কতজন মারা গেছে তার কোনো তালিকা এখনো নেই। তারা তালিকা করতেই চায় না। না করলেই সুবিধা। না করলে আমাশয় তে যে মারা গেছে তার নামও ঢুকিয়ে দেয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘একজন সরকারেরই লোক আমাকে বর্ণনা দিচ্ছে, হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহত একজন রোগীকে দেখলো তার খুবই দুরবস্থা। তার প্লেটগুলো ভিতরে রয়ে গেছে। হাত-পা শুকিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, নয় মাস হয়ে গেলো এখনো তার ভালো চিকিৎসা করতে পারেননি কেন? বিদেশে পাঠাতে পারেননি কেন?’
মুমু