ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতে নারী ব্লগার গ্রেফতার

প্রকাশিত: ১৫:১৭, ১৮ মে ২০২৫; আপডেট: ১৫:১৭, ১৮ মে ২০২৫

অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতে নারী ব্লগার গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

একজন জনপ্রিয় ইউটিউবার, যিনি দেশ-বিদেশ ঘুরে ভিডিও তৈরি করে লাখো দর্শকের মন জয় করেছিলেন, এখন রয়েছেন চাঞ্চল্যকর এক মামলার কেন্দ্রে। ভারতের হরিয়ানা রাজ্যের হিসার থেকে ‘ট্রাভেল উইথ জো’ চ্যানেলের নির্মাতা জ্যোতি মালহোত্রা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জ্যোতি রানী’ নামেই পরিচিত, তাকে ভারতের গোপন সামরিক তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ মে জ্যোতিকে আটক করে পুলিশ এবং পরে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

জানা গেছে, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে পর্যটন ভিসার আবেদন করতে গেলে তার পরিচয় হয় পাকিস্তানি কূটনীতিক দানিশ ও এহসানউর রহিমের সাথে। পরে জ্যোতি দুইবার পাকিস্তান সফর করেন। পুলিশের দাবি, সেসব সফরে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। সেখানেই আলী এহওয়ান নামের একজনের মাধ্যমে তিনি শাকির ও রানা শাহবাজ নামে দুই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এদের মধ্যে শাকিরের নাম তিনি নিজের ফোনে 'জাট রান্ধাওয়া' হিসেবে সংরক্ষণ করেছিলেন, যাতে সন্দেহ এড়ানো যায়।

জ্যোতি রানী স্বীকার করেছেন, পাকিস্তান থেকে ভারতে ফেরার পর তিনি নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ওই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ভারতীয় সেনাবাহিনীর চলাচল, ঘাঁটির ছবি ও গোপন তথ্য পাঠাতেন।

তার ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের মার্চে প্রকাশিত এক ভিডিওতে তিনি পাকিস্তান সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, যেখানে তাকে বলতে শোনা যায়, "ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে পাকিস্তানে ঢুকতেই গা শিউরে উঠেছিল।" এছাড়া লাহোরে ঘোরাঘুরি, রমজানের খাদ্য সংস্কৃতি তুলে ধরা ও হিন্দু মন্দির দর্শনের মতো ভিডিও তিনি প্রকাশ করেছিলেন, যেগুলো পুলিশ বলছে ছিল ‘ইমেজ বিল্ডিং’ ও পাকিস্তানের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অংশ।

এই ঘটনার সঙ্গে জ্যোতির আরও পাঁচজন সহযোগীকে আটক করা হয়েছে, যারা ওই গুপ্তচরচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। অভিযুক্তদের বিরুদ্ধে বর্তমানে ভারতীয় আইনে বিচার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/CMDfi9L0pAQ?si=K4xHE0gxiOcnG7lT

মারিয়া

×