ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে কিছু করলে ভারতও ঝুঁকিতে থাকবে: রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী

প্রকাশিত: ০৬:১৮, ১৮ মে ২০২৫

বাংলাদেশে কিছু করলে ভারতও ঝুঁকিতে থাকবে: রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী

ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে কিছু করলে ভারতও ঝুঁকিতে থাকবে।’

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ভারত আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, সেটা আমরা সবাই জানি। ভারত চায় শেখ হাসিনাকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে। এটা ভারতের জন্য খুবই একটা ভুল পলিসি বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের নিরাপত্তার জন্য এটা বিপজ্জনক।’

ভারত বাংলাদেশে তাদের পছন্দ মতো, শেখ হাসিনার সরকারের মতো একটি সরকার চায় জানিয়ে তিনি আরও বলেন, ‘একেবারে শেখ হাসিনা না হলেও ওইরকম খানিকটা। একেবারে শেখ হাসিনার মতো সরকার তারা আনতে পারবে না। কারণ বাংলাদেশের এন্টি-ইন্ডিয়ান ফিলিংসটা অনেক বেশি না।

ভারতের অস্থিতিশীল করার প্রচেষ্টা প্রতিরোধের ক্ষমতা-সামর্থ্য বাংলাদেশের আছে কি না এমন প্রশ্নে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘আমি মনে করি, আমরা পারবো। আমরা জনগণ সব একাট্টা হই, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি আমরা যদি সবাই একাট্টা হই, তাহলে আমরা পারবো। কিছুটা একাট্টা তো আমরা হয়েছি যে, আমরা ভারতীয় আধিপত্য মানবো না, তাহলে ভারত বাধ্য হবে আমাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে একটা সম্পর্ক তৈরি করতে।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=_TLuJjgyI-0

রাকিব

×