ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঁড়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ

মো:হুমায়ুন ফরিদ, পাবনা

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঁড়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ

শনিবার (১৭ মে, ২০২৫) কোলাদী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব, নায়েবে আমীর মাওলানা খন্দকার জাকারিয়া হোসাইন। আরো বক্তব্য রাখেন ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মতিন, তারবিয়াত সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমির হুসাইন বিন ইদ্রিস, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল লতিফ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী যুব বিভাগ ও ওলামা মাশায়েক বিভাগের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুমু

×