
ছবি: প্রতীকী
রাজধানীর উত্তরায় ডিউটি শেষ করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন উত্তরা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মুনসুর আলী।
শনিবার (রাত ৮ টায়) উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কে ম মুনসুর আলী পুলিশের ৩৪তম এসআই ব্যাচে নিয়োগ পেয়েছিলেন।
দক্ষিণখান অফিসার ইনচার্জ মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, সকাল ৮টার দিকে এসআই মুনসুর হজ ক্যাম্পে ডিউটিতে যান। রাত ৮টায় ফেরার পথে ৪ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।
তাঁকে গুরুতর অবস্থায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলী হোসেন শ্যামল/রাকিব