ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

লিংকডইনে লিড বাড়াতে প্রতি পোস্টে ব্যবহার করুন এই কার্যকরী বাক্যগুলো

প্রকাশিত: ০৯:৪৭, ১৮ মে ২০২৫; আপডেট: ০৯:৪৯, ১৮ মে ২০২৫

লিংকডইনে লিড বাড়াতে প্রতি পোস্টে ব্যবহার করুন এই কার্যকরী বাক্যগুলো

লিংকডইনে পোস্ট দেওয়ার অর্থ শুধুমাত্র লাইক বা মন্তব্য পাওয়াই নয়। সঠিক কল-টু-অ্যাকশন ব্যবহার করলে আপনি সাধারণ পাঠককেও রূপান্তর করতে পারেন সম্ভাব্য ক্লায়েন্টে সরাসরি ইনবক্সে। অনেকেই চমৎকার কনটেন্ট তৈরি করলেও তা শেষ করেন দুর্বল প্রশ্নে কিংবা কোনো দিকনির্দেশনা ছাড়াই। অথচ, আপনার প্রকৃত সম্ভাবনাটি লুকিয়ে থাকে ইনবক্সেই সেখানে গড়ে ওঠে সম্পর্ক, তৈরি হয় পেশাদার যোগাযোগ।

বেশিরভাগ উদ্যোক্তাই শুধু কনটেন্ট নিয়েই ভাবেন। কীভাবে আকর্ষণীয় হুক তৈরি করা যায়, কীভাবে গল্প বলা যায় কিংবা কীভাবে তথ্য দেওয়া যায় এসবেই থাকে মনোযোগ। কিন্তু পোস্টের শেষে সাধারণ একটি বাক্যে শেষ করেন: “আপনার কী মত?” এতে না তৈরি হয় আগ্রহ, না বাড়ে সম্পৃক্ততা। অথচ, ঠিকভাবে পরিকল্পনা করলে আপনার প্রতিটি পোস্টই হতে পারে ব্যবসা বাড়ানোর একটি সুযোগ।

প্রতিটি পোস্টের শেষে যদি স্পষ্ট ও উদ্দেশ্যভিত্তিক একটি কল-টু-অ্যাকশন থাকে, তাহলে পাঠক সরাসরি যোগাযোগ করতে উৎসাহ পায়। শুধু মন্তব্য নয়, আপনাকে যেন ডিএম করেই এমন বার্তা দিন।

কেন প্রয়োজন শক্তিশালী কল-টু-অ্যাকশন?
লিংকডইনের নিজস্ব গবেষণা অনুযায়ী, যেসব পোস্টে কার্যকরী কল-টু-অ্যাকশন থাকে, সেগুলো গড়ে ২৫ শতাংশ বেশি সম্পৃক্ততা তৈরি করে। আপনি যখন পাঠককে পরবর্তী করণীয়টি স্পষ্টভাবে বলে দেন, তখন তার সেই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

তবে শুধু মন্তব্য পেলে হবে না। আসল সংযোগ তৈরি হয় ডিরেক্ট মেসেজে। নিচে পাঁচটি কার্যকরী পদ্ধতি তুলে ধরা হলো, যা আপনার পোস্টকে রূপান্তর করতে পারে পেশাদার আলাপচারিতায়।

১. ব্যক্তিগত আমন্ত্রণ
আপনার কনটেন্ট যেন হয়ে ওঠে সংলাপের সূচনা। একটি ছোট কিন্তু কার্যকর বাক্য দিয়ে খুলে দিন যোগাযোগের দরজা।
যেমন:“আপনার পরিস্থিতিতে বিষয়টি কেমন হতে পারে, জানতে চাইলে মেসেজ করুন।”
অথবা “আপনিও যদি একমত হন এবং আরও জানতে আগ্রহী হন, ডিএম করুন।”

এই ধরণের বার্তা পাঠকের ওপর চাপ সৃষ্টি করে না, বরং ব্যক্তিগতভাবে যোগাযোগের সুযোগ তৈরি করে। এতে তারা বুঝতে পারে, আপনি শুধু বিক্রি করতে চান না, বরং তাদের প্রয়োজন বুঝতে আগ্রহী।

২. সহায়ক রিসোর্সের প্রস্তাব
যেমন:“আপনি যদি এ ধরনের সমস্যার মুখোমুখি হন, আমার কাছে একটি রিসোর্স আছে যা উপকারে আসতে পারে। ‘রিসোর্স’ লিখে মেসেজ করুন।”

এভাবে নির্দিষ্ট শব্দ ব্যবহার করলে সাড়া পাওয়া সহজ হয় এবং আপনি বুঝতেও পারবেন কোন বিষয়টি পাঠকের বেশি কাজে লাগছে। এমন রিসোর্স দিন, যেটা পেতে তাদের বেশি সময় বা শ্রম দিতে না হয়।

লিংকডইনের তথ্য অনুযায়ী, যেসব কনটেন্টে স্পষ্ট উপকারের ইঙ্গিত থাকে, সেগুলোর রূপান্তর হার সাধারণ পোস্টের তুলনায় তিন গুণ বেশি।

৩. আগাম সুযোগের ইঙ্গিত
যেমন:“আপনার অডিয়েন্সের জন্য,একটি নতুন কিছু তৈরি করছি। আগ্রহী হলে আগে পেতে চান?”

এতে পাঠকের মধ্যে আগ্রহ, কৌতূহল ও এক ধরনের এক্সক্লুসিভ অনুভূতি তৈরি হয়। মানুষ সবসময় নতুন কিছু প্রথমে পেতে চায়। তাই আপনি যদি সত্যিই কিছু তৈরি করে থাকেন, তবে এই ধরণের বার্তা ব্যবহার করে আগ্রহী মানুষের তালিকা গড়ে তুলতে পারেন।

৪. মূল্যবোধভিত্তিক বিনিময়
যেমন:“আমি আপনাকে সেই চেকলিস্ট/গাইড পাঠিয়ে দিতে পারি, শুধু মেসেজ করুন।”

এই ধরণের সরাসরি প্রস্তাব ভালো কাজ করে তখন, যখন আপনি পোস্টে কোনও সমস্যা তুলে ধরেছেন এবং সেটির সমাধানের উপায় হিসেবে কিছু অফার করছেন। মানুষ সমাধান চায়,তারা চায় এমন কিছু যা সময় বাঁচায় এবং সহজে প্রয়োগ করা যায়।

৫. সীমিত সুযোগের বার্তা
যেমন:“নির্দিষ্ট অফার-এর জন্য আমি মাত্র তিনটি স্লট খুলেছি। আগ্রহী হলে এখনই মেসেজ করুন।”

এ ধরণের বার্তায় সময়সীমা বা সীমিত সুযোগের কথা থাকায় পাঠক দ্রুত প্রতিক্রিয়া দিতে আগ্রহী হয়। এটি চাপ তৈরি না করেই একটি প্রয়োজনীয়তা অনুভব করায়। তবে খেয়াল রাখতে হবে, অফারটি যেন সত্যিই সীমিত এবং অডিয়েন্সের প্রয়োজনের সঙ্গে মানানসই হয়।

লিংকডইনকে ব্যবহার করুন ক্লায়েন্ট যোগাযোগের মাধ্যম হিসেবে।আপনার লিংকডইন কনটেন্ট যেন শুধুই পাঠযোগ্য না হয়, বরং সেটি হয়ে উঠুক সংযোগ তৈরির মাধ্যম।

শেষে এসে মুল বক্তব্যটি স্পষ্টভাবে বলুন:

পাঠককে ব্যক্তিগত আমন্ত্রণ জানান

উপকারী রিসোর্সের কথা তুলে ধরুন

আগাম সুযোগ দিন

বাস্তব সমাধানের প্রস্তাব দিন

সীমিত সুযোগ তৈরি করে আগ্রহ তৈরি করুন

যে পোস্ট শুধু পড়ে শেষ হয়ে যায়, আর যে পোস্ট থেকে ইনবক্সে কথোপকথন শুরু হয় ,সেই পার্থক্যটি তৈরি হয় শেষ কয়েকটি লাইনে। তাই পাঠককে পরবর্তী পদক্ষেপ নিতে সহায়তা করুন। দেখবেন, আপনার ইনবক্সেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।

 

 

 

সূত্র:https://tinyurl.com/5c6u96p6

আফরোজা

×