
ছবি : সংগৃহীত
আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। অ্যাপলের এই নতুন উদ্যোগকে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে আখ্যা দেওয়া হয়েছে, যার মাধ্যমে তাদের ডিভাইসগুলো আরও স্মার্ট এবং কর্মক্ষম হয়ে উঠবে।
অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি করা হচ্ছে এমন এক চিপ, যা খুবই কম বিদ্যুৎ খরচে কাজ করতে পারবে। এই চিপ তৈরির সময় অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় চার্জ ছাড়াই স্মার্ট গ্লাস ব্যবহার করতে পারবেন।
‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের আওতায় আইফোন, ম্যাকবুকসহ অন্যান্য ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্ত করা হচ্ছে। এতে অ্যাপলের নিজস্ব উন্নত চিপ থাকবে মূল ভূমিকায়। এই চিপের মাধ্যমে চালু করা হবে এমন সব সুবিধা—যেমন, স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশনের সারাংশ তৈরি, ই-মেইল রিরাইট অপশন এবং চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগের সুবিধা।
ইতিমধ্যে অ্যাপল তাদের চিপ প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে। ইন্টেল প্রসেসরের বদলে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার করে তারা বিশাল সাফল্য পেয়েছে। নতুন এম-সিরিজ চিপ দিয়ে আইম্যাক ও ম্যাকবুক বাজারে আধিপত্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের শুরুতেই অ্যাপল তাদের নিজস্ব মডেম চিপ উন্মোচন করেছে, যা ভবিষ্যতের আইফোনে আরও বেশি স্বাধীনতা ও ব্যক্তিগতকরণের (কাস্টমাইজেশন) সুযোগ এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের এই নতুন চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতির অংশ। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও AI-চালিত বিভিন্ন পরিষেবায় অ্যাপল চায় নিজেদের তৈরি হার্ডওয়্যার ব্যবহার করতে। এর মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যকার নিখুঁত সমন্বয় নিশ্চিত করা যাবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতের প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যাপল এখন থেকেই চিপ উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত—সব ক্ষেত্রেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
সা/ই