
ছবি : সংগৃহীত
আমাদের মহাবিশ্ব একসময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তারা একে একে নিভে যাবে, গ্রহগুলো ঠান্ডা হয়ে জমে যাবে, আর কৃষ্ণগহ্বর (Black Hole) সব আলো শুষে নিয়ে যাবে। শেষ পর্যন্ত, একসময় মহাবিশ্বে শুধু অন্ধকার আর নিরবতা থাকবে।
এই ঘটনা ঘটবে এত দীর্ঘ সময় পরে যে মানুষ কখনো তা দেখতে পারবে না। কিন্তু বিজ্ঞানীরা এই ঘটনার সময় হিসাব করার চেষ্টা করেছেন , এবং নতুন গবেষণায় জানা গেছে, মহাবিশ্বের এই শেষ আগের ধারনার চেয়ে অনেক আগে আসতে পারে।
চিন্তার কিছু নেই, এই "আগে" বলতে বোঝানো হচ্ছে আজ থেকে ১০^৭৮ বছর পরে — অর্থাৎ ১-এর পরে ৭৮টি শূন্য! এটা এখনো এত দীর্ঘ সময় যে কল্পনাও করা যায় না। তবে আগের ধারণা ছিল এই সময় হবে ১০^১১০ বছর পরে। তাই এই নতুন হিসাব একটি বড় পরিবর্তন।
এই গবেষণাটি করেছেন ড. হেইনো ফালকে নামের এক বিজ্ঞানী এবং তার দল। তারা দেখেছেন, মহাবিশ্বের যেসব বস্তু অনেক দিন টিকে থাকে , যেমন সাদা বামন (white dwarf) আর নিউট্রন তারা (neutron star) , সেগুলোও একসময় নিঃশেষ হয়ে যাবে।
এই ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পেছনে আছে একটি বিশেষ প্রক্রিয়া, যার নাম হকিং বিকিরণ (Hawking Radiation)। ১৯৭০-এর দশকে বিজ্ঞানী স্টিফেন হকিং এটি প্রস্তাব করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী, কৃষ্ণগহ্বরের চারপাশে এমন এক ধরনের বিকিরণ হয় যা সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণগহ্বরকেও ছোট করে দেয়। একসময় তা সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়।
ফালকে ও তার দল এই ধারণা আরও বিস্তৃত করেছেন। তারা বলছেন, শুধু কৃষ্ণগহ্বর নয়, অন্যান্য ঘন বস্তু যেমন সাদা বামন বা নিউট্রন তারাও সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের বিকিরণে হালকা হতে হতে একসময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। এটা হয় তাদের ঘনত্ব এবং স্থান-কাল (spacetime) বেঁকে যাওয়ার কারণে।
সোজা কথায়, সব কিছু একসময় হারিয়ে যাবে , কিন্তু সেটা এত দীর্ঘ সময় পরে হবে যে আমাদের বা আমাদের পরবর্তী অসংখ্য প্রজন্মেরও চিন্তা করার কিছু নেই।
আঁখি