ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কাতারে সপ্তাহব্যাপী ‘আবু নাখলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল সম্পন্ন

নুরে আলম জাহাঙ্গীর, কাতার

প্রকাশিত: ০১:৪২, ১৮ মে ২০২৫; আপডেট: ০১:৪৩, ১৮ মে ২০২৫

কাতারে সপ্তাহব্যাপী ‘আবু নাখলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল সম্পন্ন

ছবি: সংগৃহীত

বৃহত্তর সিলেটের ক্রীড়ানুরাগী প্রবাসী হাবিবুর রহমান হাবিবের প্রধান পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী ‘আবু নাখলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ ফাইনাল অনুষ্ঠিত হলো আবু হামুরে আল জাজিরা স্কুল সংলগ্ন খেলার মাঠে।

নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকলে ট্রাইবেকারে ছয়বারের চ্যাম্পিয়ন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ই.এফ.এ চট্টগ্রাম বিভাগ। সপ্তাহব্যাপী এ খেলায় কাতার প্রবাসীদের ২৪টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

ছবি: চ্যাম্পীয়ন ই.এফ.এ চট্টগ্রাম বিভাগের অধিনায়েকর হাতে কাপ তুলে দেন রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।

খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম, আমিনুল হক, ড. মোশারফ ফাউন্ডেশনের সভাপতি এম.এম. নূর, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবী নোমান,সাধারণ সম্পাদক সিয়াম খান ও বিশ্বনাথ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রব।

ছবি: অতিথিবৃন্দ, খেলা পরিচালনা পরিষদ ও দুই দলের খেলোয়াড়বৃন্দ

প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক অতিথিবৃন্দ ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ খেলা শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার পরামর্শ দেন।

খেলা পরিচালনা করেন রেফারি এনামুল হক এবং দুই সহকারী কামরান এবং ফজলু।

রাত সাড়ে বারটায় খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

রাকিব

×