ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ট্রাম্প আলফা-মেল, কিন্তু মোদি তাদের বাবা’, মন্তব্য কঙ্গনার, যার হস্তক্ষেপে মুছে ফেললেন পোস্টটি

প্রকাশিত: ০০:০২, ১৮ মে ২০২৫; আপডেট: ০০:০৩, ১৮ মে ২০২৫

‘ট্রাম্প আলফা-মেল, কিন্তু মোদি তাদের বাবা’, মন্তব্য কঙ্গনার, যার হস্তক্ষেপে মুছে ফেললেন পোস্টটি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে ফের কূটনৈতিক অস্বস্তির মুখে ভারত। আর সেই পরিস্থিতিতেই অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে তা মুছে ফেলতে বাধ্য হলেন তিনি।

জানা গেছে, ১৫ই মে সকালে এক বিবৃতিতে ট্রাম্প জানান, ভারতে অ্যাপল পণ্যের উৎপাদনের আর প্রয়োজন নেই—এমনই পরামর্শ নাকি তিনি দিয়েছেন অ্যাপলের শীর্ষ কর্মকর্তাকে। প্রেসিডেন্টের এই মন্তব্যের পর ভারতের নেট দুনিয়ায় শুরু হয় প্রবল সমালোচনার ঝড়।

এই পরিস্থিতিতে ক্ষোভে ট্রাম্পকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন কঙ্গনা। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে দলীয় সভাপতি জগৎ প্রকাশ (জে পি) নাড্ডার হস্তক্ষেপে সেই পোস্ট মুছে ফেলেন কঙ্গনা।

পোস্ট মুছে দেওয়ার পর কঙ্গনা আবার লেখেন, জে পি নাড্ডা তাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা তার পোস্টটি মুছে দিতে বলেছেন। নিজের ব্যক্তিগত মতামত এইভাবে তুলে ধরার জন্য অনুতপ্তও হন কঙ্কনা।

কী ছিল কঙ্গনার মুছে দেওয়া সেই পোস্টে? কঙ্গনা দাবি করেন, ট্রাম্প যতই প্রেসিডেন্ট হোন না কেন, বিশ্ব রাজনীতিতে জনপ্রিয়তার দিক থেকে মোদিই সবচেয়ে অগ্রগণ্য। তিনি বলেন, ‘মোদি তিনবার দেশের প্রধানমন্ত্রী, আর ট্রাম্প মাত্র দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েছেন।’ এছাড়া ট্রাম্পকে একজন আলফা-মেল উল্লেখ করে মোদিকে সব আলফা-মেলের বাবা বলেও দাবি করেন কঙ্কনা।

এছাড়াও কঙ্গনা ইঙ্গিত দেন, ভারতের প্রতি ট্রাম্পের আচরণে হঠাৎ পরিবর্তনের পেছনে ‘কূটনৈতিক নিরাপত্তাহীনতা’ না কি ‘ব্যক্তিগত ঈর্ষা’ কাজ করছে—এই প্রশ্নও তোলেন তিনি। যদিও কঙ্গনার পোস্ট দ্রুত মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সমর্থন যেমন এসেছে, তেমনি সমালোচনার তীরেও বিদ্ধ হচ্ছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এমন সময়ে যখন ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্ক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বিজেপির এক সাংসদের এমন মন্তব্য অনভিপ্রেত এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বোধহয় তা অস্বস্তিকর বলেই বিবেচিত হয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=TTetsRbzYMw

রাকিব

×