ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিভে গেলো কিশোর শ্রমিক সোনা মিয়ার জীবনের গল্প

লেলিন আহমেদ, কিশোরগঞ্জ ,নীলফামারী

প্রকাশিত: ০০:০০, ১৮ মে ২০২৫

নিভে গেলো কিশোর শ্রমিক সোনা মিয়ার জীবনের গল্প

ছবি: সংগৃহীত

অভাবী সংসারে লেখাপড়া হয়নি কিশোর সোনা মিয়ার(১৫)। বাধ্য হয়ে কায়িক শ্রমিকের খাতায় নাম লিখেছিল সে। নামটি সোনা হলেও জীবন যুদ্ধটা ছিল পাথরের মতো কঠিন। সারা দিন ভাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফেরা। শনিবার (১৭ মে) রাতে বাড়ি ফেরার পথে ধানভাঙা মেশিন উল্টে প্রাণ হারায় সোনা মিয়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। রাত ৮টার দিকে উপজেলার মুশা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুসা হাজী পাড়া এলাকার দিনমজুর জিয়ারুল ইসলামের ছেলে।


জানা যায়, বোরো ধান কাটা শুরু হয়েছে। সোনা মিয়া ওই কাজে সংযুক্ত হয়। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারাদিন বিভিন্ন জায়গায় ধান মাড়াই শেষ করে অন্যান্য শ্রমিকদের সাথে ট্রাক্টরে ধান ভাঙা মেশিন সহ ফিরছিল। এসময়ে মুশা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রাক্টর উল্টে যায়।এসময়ে সোনা মিয়াসহ দুজন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।


কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ধান মাড়াই ট্রাক্টর উল্টে একজন হাসপাতালে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাব্বির

×