
ছবি: জনকন্ঠ
অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর উপস্থিতিতে ১৪ মে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা ইউনিয়ন এর হাসনাবাদ গ্রামের ১২ জন গ্রাজুয়েট অংশ্রহণ করেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তাদের এই সাফল্য হাসনাবাদ তথা পুরো দাঁতমারা ইউনিয়নের জন্য গর্বের। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি গ্রাম থেকে একসাথে ১২ জনের উচ্চতর ডিগ্রি অর্জন নতুন প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।
এলাকাবাসী মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তনে অংশগ্রহণ করা নিঃসন্দেহে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মুমু