ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিবি প্রেসিডেন্ট হতে প্রস্তাব আমিনুল ইসলাম বুলবুলকে

প্রকাশিত: ১২:০৮, ১৬ মে ২০২৫

বিসিবি প্রেসিডেন্ট হতে প্রস্তাব আমিনুল ইসলাম বুলবুলকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বোচ্চ পদে নতুন নেতৃত্ব আসার গুঞ্জনের মধ্যেই আলোচনার কেন্দ্রে এখন সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় তাঁকে বিসিবির পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে দেখতে চায় সরকারপক্ষ। বিসিবির এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিসিবির শীর্ষ পদে বসার প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। বিসিবির পরবর্তী নির্বাচনে এনএসসির কোটায় আমিনুল ইসলাম বুলবুলকে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তিনি কি রাজি? কেনই বা প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছে আমিনুল ইসলামকে?


ক্রিকেট ফেরি করেছেন কখনো চীন দেশে, কখনো মালয়েশিয়াতে, কখনো কোনো কাজ করেছেন যুদ্ধবিধ্বস্ত আফগান ক্রিকেটের উন্নয়নে। বাংলার আমিনুল ইসলামের জনপ্রিয়তা সবখানে, তার পা পড়েছে যেখানে যেখানে। বাংলাদেশের ক্রিকেটার পরিচয় বুকে ধারণ করে ক্রিকেটের আলো বিলিয়ে দিচ্ছেন বিশ্ব ক্রিকেটে, আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে।

কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বড় আক্ষেপ। তার ডাক আসে না নিজ দেশের ক্রিকেট উন্নয়নের জন্যে। মাস তিনেক আগে দুবাইতে খেলা যোগে সেই আক্ষেপের কথাই শুনিয়েছিলেন।

এক ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন,“দুটো রোল আছে। একটা হচ্ছে চাকরির রোল, একটা হচ্ছে অনারের রোল। দুটোর একটাও কখনো ওইভাবে সুযোগ হয়নি। তবে আমি আশা করেছিলাম, এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট, কিছুই দেখতে পাচ্ছি নতুন।”

এই আক্ষেপটা এখন আর থাকার কথা না বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। জানা গেছে, বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট হতে ইতিমধ্যেই প্রস্তাব দেয়া হয়েছে। সরকার এবং জাতীয় ক্রীড়া পরিষদ চায়, এনএসসির কোটায় আমিনুল ইসলাম বুলবুল প্রার্থী হোক পরবর্তী বিসিবি নির্বাচনে।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, এ মাসের শেষ দিকে আলোচনার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। লম্বা সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে বিশ্বের ক্রিকেট উন্নয়নে কাজ করা মানুষটা কি দেশের ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ গ্রহণ করবেন? রাজি কি হবেন?

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ছুটি কিংবা বিরতি নিয়ে দেশের ক্রিকেটকে পথ দেখাতে ডাক আসলে যেকোনো সময় হাসিমুখেই সেই দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল, মাস তিনেক আগে তেমন কথাই বলেছিলেন,“যদি সুযোগ থাকে, আসলে করব। অলওয়েজ রেডি। ফ্রি ফর ফ্রি, নো প্রবলেম। আমি এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ২০টা দেশ প্লাস কিছু ফুল মেম্বারের সাথে কাজ করছি। গ্লোবালি হাই পারফরমেন্স ডেলিভার করছি, ট্রেনিং এডুকেশন চালাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, বাংলাদেশ গোল্ড মাইন্ড ফর ক্রিকেট এবং আমরা আমার সময় নষ্ট করছি।”


দেশের ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে কি? আমিনুল ইসলাম বুলবুল কি সত্যিই আসবেন বিসিবির সর্বোচ্চ পদে? এই প্রশ্নের উত্তর পেতে হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের। তবে জাতীয় ক্রীড়া পরিষদের আগ্রহ এবং বুলবুলের ইতিবাচক মনোভাব-দুই-ই ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরতে পারেন ‘ক্রিকেটের ফেরিওয়ালা’।

 

 


সূত্র:https://tinyurl.com/4zzp54t9

আফরোজা

×