ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বোতলকাণ্ডে জড়িত জবি শিক্ষার্থীর কপালে যা ঘটলো

প্রকাশিত: ১৭:২৮, ১৬ মে ২০২৫

বোতলকাণ্ডে জড়িত জবি শিক্ষার্থীর কপালে যা ঘটলো

ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনা ঘটে গত বুধবার (১৪ মে) রাতে, যখন উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। এসময় হঠাৎ জনতার ভিড় থেকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয় উপদেষ্টার দিকে। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে— ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা এবং সঙ্গে সঙ্গে হামলাকারীকে কেন আটক করা হয়নি?

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, “ওই জায়গায় শিক্ষার্থীদের হাতেই বোতল ছিল, ভিডিওতেও দেখা গেছে বোতল কীভাবে ছুড়ে মারা হয়। তাই একে নিরাপত্তার ঘাটতি বলা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “অভিযুক্ত শিক্ষার্থী একটি ব্যাখ্যা দিয়েছে এবং পুলিশও বিষয়টি প্রাথমিক তদন্ত করছে। তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করাও কোন সমাধান নয়।”

তবে উপদেষ্টা মাহফুজ আলম নিজেও এ ঘটনার সমালোচনা করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিষয়টিকে অনুচিত বলে মন্তব্য করেছেন।

ঘটনার পরপরই কাকরাইলে আন্দোলনের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

সা/ই

আরো পড়ুন  

×