ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে; আ. লীগ নিষিদ্ধ করতে হবে, এটা আমার জন্য একটা জিহাদ: আমান আযমী

প্রকাশিত: ০১:২৪, ১৭ মে ২০২৫; আপডেট: ০১:২৬, ১৭ মে ২০২৫

আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে; আ. লীগ নিষিদ্ধ করতে হবে, এটা আমার জন্য একটা জিহাদ: আমান আযমী

আওয়ামী লীগ নিষিদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে কথা বলেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

তিনি বলেন, আমি জানুয়ারি মাসে ফেসবুকে লিখেছিলাম আমাদের দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তির জন্য ভারত মুক্ত থাকতে হবে। ভারত মুক্ত থাকতে চাইলে আওয়ামী লীগ মুক্ত থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এটা আমার জন্য একটা জিহাদ। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দুশমন। তারা দুই বার ফেরাউনি শাসন কায়েম করেছে, একবার শেখ শাহেব আরেকবার তার কন্যা। এরা এই দেশের সবচেয়ে বড় বিষফোঁড়া, এই দেশকে আওয়ামী মুক্ত করতে হবে। আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে৷ এটার আমার কাছে তাই একটা জিহাদ।

তিনি আরো বলেন, এই দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে হবে, এদের শিকর উপচে ফেলতে হবে। যদি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধা কিসের এটা আমি জানি না। ট্রাইব্যুনালের বিচার পর্যন্ত কার্যক্রম স্থগিত, এতে আমি সন্তুষ্ট না। কার্যক্রম নিষিদ্ধ করা ও আওয়ামী লীগ নিষিদ্ধ করা দুইটা দুই কথা। আমি এটা মেনে নিতে পারছি না। এটা আমার কাছে শুভঙ্করের ফাঁকি মনে হয়েছে। 

রিফাত

আরো পড়ুন  

×