
ছবি: সংগৃহীত
ভারত-পকিস্তানের মধ্যে চলমান বৈরিতার পারদ কিছুটা কমেছে। কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চির-বৈরী এই দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা।
ভারত-পাকিস্তানের মধ্যে ৮৭ ঘণ্টা ধরে চলা যুদ্ধ নিয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হলো ম্যাসি সেন্টিমেন্ট, চটচটে আবেগ।’
তৃণমূল সাংসদ মন্তব্য করে আরও জানান, ‘কোনো যুদ্ধই হয়নি। ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিকে গিয়েছে। দুই একটা ক্ষেপণাস্ত্র এদিক থেকে ওদিকে গিয়েছে। কোন বড় তফাত হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, তার প্রমাণ ভারত সরকার রাখুক না মানুষের সামনে।’
অপারেশন সিঁদুরকে সফল বিবেচনা করে যখন গোটা ভারতের মানুষ ভারতীয় সেনাদের প্রশংসায় মেতেছেন, তখন সৌগত রায়ের এ মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ‘শুধু ছবি দেখেছেন’ জানিয়ে সৌগত রায় বলেন, ‘ওই একটা দুটো মাসুদ আজহারের যে জায়গা পুরনো ভাঙা বাড়ি, একে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে?’
মোদি সরকারের কাছে প্রশ্ন রেখে তৃণমূল কংগ্রেসের এই নেতা জানান, ‘পাকিস্তানের কোনো অস্ত্র ভারত ধ্বংস করতে পেরেছে? যদি ধ্বংস করে থাকে তাহলে তার প্রমাণ দিক। ভারতীয় বাহিনী তো কিছুই দেখাতে পারলো না।’
এদিকে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দলীয় সাংসদ সৌগত রায়ের এ বক্তব্যের পাশে নেই বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, সৌগত রায়ের মন্তব্যকে তারা সমর্থন করে না।
এর আগে ভারতের গত বিধানসভা ভোটের আগে দলের অন্যতম মুখপাত্রের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত রায়কে। আরেকটা বিধানসভা নির্বাচনের আগে তার সাথে দূরত্ব বাড়ালো তৃণমূল কংগ্রেস।
সূত্র: https://www.youtube.com/watch?v=mfC2BqzXXJc
রাকিব