ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে আটককৃতদের আগরতলায় স্থানান্তর, ভারত থেকে আবারও হতে পারে ‘পুশ-ইন’

প্রকাশিত: ০৩:১০, ১৭ মে ২০২৫; আপডেট: ০৩:১৭, ১৭ মে ২০২৫

‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে আটককৃতদের আগরতলায় স্থানান্তর, ভারত থেকে আবারও হতে পারে ‘পুশ-ইন’

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের রাজস্থান থেকে ‘অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি’ সন্দেহে আটক ১৪৮ জনকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানান্তর করা হয় বলে জানায় বিবিসি। ভারতের ত্রিপুরা প্রদেশের রাজধানী আগরতলায় আটক আরও ছয় শতাধিক ‘চিহ্নিত বাংলাদেশি’কে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।

কাশ্মীরের পহেলগাম হামলার পর ভারতের নানা প্রদেশে ‘অনুপ্রবেশকারী’ খোঁজার অভিযান শুরু হয়েছিল। এর অংশ হিসেবে ‘অবৈধভাবে’ ভারতে বসবাসকারী ‘বাংলাদেশি’ সন্দেহে অনেককে আটক করা হয়।

রাজস্থানে ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করার অভিযানে ভারতীয় বাংলাভাষী মুসলমানও আটক হয়েছেন বলে অভিযোগ ওঠে। ইতোমধ্যেই রাজস্থান পুলিশ ‘বাংলাদেশি’ দাবিতে যাদের চিহ্নিত করেছে, তাদের প্রথম দলটিকে বুধবার যোধপুরের বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়েছে বলে জানা যায়।

প্রথম দলে ১৪৮ জন ‘চিহ্নিত বাংলাদেশি’ আছেন বলে জানা গেছে। এছাড়া, আগরতলার বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, ওই বিশেষ বিমানটি বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সেখানে পৌঁছায়।

গত সপ্তাহে ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের খাগড়াছড়ির মাটিরাঙা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে মোট ৭২ জনকে বাংলাদেশে পুশ-ইন করানো হয়েছে; অর্থাৎ তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এর বাইরে বাংলাদেশের কুড়িগ্রাম, সিলেট এবং মৌলভীবাজার সীমান্ত দিয়েও সম্প্রতি পুশ-ইনের ঘটনা ঘটেছে।

 

সূত্র: বিবিসি

রাকিব

আরো পড়ুন  

×