
উপসাগরীয় সফরের শেষ গন্তব্য আবুধাবিতে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয় সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী আয়োজনে।
রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আয়োজিত এ অভ্যর্থনায় মেয়েরা ঐতিহ্যবাহী ‘আল আয়ালা’ বা চুল দোলানো নৃত্য পরিবেশন করে, যার অংশ হিসেবে তারা তালে তালে মাথা দুলিয়ে চুল নাড়ায়—এ দৃশ্য বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই নৃত্য দেখে বিভ্রান্ত হন। কেউ কেউ এটিকে ‘অশালীন’ বা ‘পৌত্তলিকতার প্রতি প্রত্যাবর্তন’ বলে আখ্যা দেন। এক্স (পূর্বে টুইটার)-এর এক ব্যবহারকারী বলেন, ‘এটি দেখে আমি অবাক। এর মানে কী?’ অন্য একজন এটিকে ‘সংস্কৃতির নামে অস্বস্তিকর উপস্থাপনা’ বলে মন্তব্য করেন।
‘আল আয়ালা’ বা চুল দোলানো নৃত্য কী?
তবে বিশেষজ্ঞ ও ঐতিহ্যবিদরা এই সমালোচনার তীব্র বিরোধিতা করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ঐতিহ্যবাহী নৃত্য ‘আল আয়ালা’ জাতিসংঘের ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। এটি প্রায় ৪০০ বছরের পুরনো এক বেদুইন প্রথার অংশ, যা বীরত্ব, একতা ও সম্মানকে প্রতিফলিত করে।
মূলত এটি একটি যুদ্ধের পুনর্নির্মাণমূলক উপস্থাপনা, যেখানে দুই সারি পুরুষ বর্শা বা তরবারির প্রতীকস্বরূপ বাঁশের লাঠি নিয়ে দাঁড়ান। তারা ছন্দে মাথা নাড়ান, কবিতা পাঠ করেন এবং ঢোল ও করতালের তালে সামিল হন। একই সঙ্গে মেয়েরা তাদের চুল ছুঁড়ে বিশেষ ছন্দে নৃত্য করেন, যা তাদের সম্মান, সৌন্দর্য ও গর্বের প্রতীক।
ফুয়াদ