ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আকাশপথে পাকিস্তানের ‘ABCD’ রণনীতিতে হতবাক ভারত! কী সেই রণনীতি?

প্রকাশিত: ২২:৩৬, ১৬ মে ২০২৫; আপডেট: ২২:৩৮, ১৬ মে ২০২৫

আকাশপথে পাকিস্তানের ‘ABCD’ রণনীতিতে হতবাক ভারত! কী সেই রণনীতি?

ছবি: সংগৃহীত

সম্প্রতি চারদিনব্যাপী একটি সঙ্ঘাতে পাকিস্তান তাদের পূর্ণ এয়ার ক্যাপাবিলিটি প্রদর্শন করেছে, যা ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের পাশাপাশি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদেরও চমকে দিয়েছে। পাকিস্তান এয়ার ফোর্সের এই কৌশলকে ‘ABCD’ স্ট্র্যাটেজি বলা হচ্ছে — যেখানে গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেমের সমন্বিত ব্যবহার দেখা গেছে।

এই আধুনিক কৌশল বাস্তবায়নের ফলে আকাশ প্রতিরক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের মাধ্যমে পাকিস্তান যে কৌশলগত অগ্রগতি অর্জন করেছে, তা সমসাময়িক যুদ্ধে প্রযুক্তির গুরুত্বকে আবারও সামনে এনেছে।

বিশেষজ্ঞদের মতে, ‘বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ’ (BVR) কমব্যাট বা চোখের দৃষ্টির বাইরে যুদ্ধ করার ধারণাটি আকাশযুদ্ধের চিরাচরিত ধারা পাল্টে দিয়েছে। এখন বহু দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করা সম্ভব হচ্ছে, যা যুদ্ধের গতি ও কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে।

এই সাফল্য ভারতের জন্য একপ্রকার সতর্কবার্তা হয়ে এসেছে। পাশাপাশি, ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অতিরঞ্জনের অভিযোগ উঠেছে। সামরিক সাফল্য নিয়ে অতিমাত্রায় আবেগপ্রবণ ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকতার মান ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত থেকে শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এখন সময়ের দাবি—বিশেষ করে যেসব দেশে এখনও আধুনিক প্রযুক্তির সঙ্গে সামরিক বাহিনীকে সম্পৃক্ত করা হয়নি।

সূত্র : সাউথ চায়না মনিং পোস্ট

আসিফ

আরো পড়ুন  

×