
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা আহমেদ নেসার মল্লিক অন্তু উচ্চ শিক্ষার্থে লিথুয়ানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।
সম্প্রতি লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক ছাত্র সম্মেলনে সমগ্র লিথুয়ানিয়া জুড়ে ৩য় স্থান অধিকার করেছে। পুরস্কার হিসেবে সরকারি উদ্যোগে তাদের টিম বেলজিয়ামের ব্রাসেলসসে অবস্থিত ন্যাটো সদর দপ্তর সফর করে। সেখানে ন্যাটোর বর্তমান অ্যাজেন্ডা যুব সম্পৃক্ততা এবং ন্যাটোতে তরুণ পেশাজীবীদের কর্মসংস্থানের বিষয়টি আলোচনা করা হয়। সেখানে সফরকালে একটি সম্মাননা সার্টিফিকেট অর্জন করে। তার এই সাফল্যে বিশিষ্টজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সে (আহমেদ নেসার মল্লিক অন্তু) হবিগঞ্জ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বাবুল আহমেদ মল্লিক ও খাইরুন্নাহার মল্লিকের সন্তান।
সজিব