
ছবি: সংগৃহীত
সম্প্রতি নয়া দিল্লিতে আটক হন নারী, শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজন রোহিঙ্গা। ৮ মে তাদের বিমানে তুলে নেওয়ার পর জাহাজে তোলা হয়। পরে মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী।
ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার এই অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আটক হওয়ার পরপরই ওই রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। এ ঘটনায় প্রিয়জনদের ফেরত চেয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনরা।
এই ঘটনার তদন্তে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করেছে জাতিসংঘ। পাশাপাশি ভারত সরকারকে সতর্ক করেছে, যেন ভবিষ্যতে কোন শরণার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ না করা হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=MmrF4Waogx8
রাকিব