ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

জাপানে আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রামের সুযোগ: আবেদনের সময়সীমা ও যোগ্যতা জেনে নিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১৭ মে ২০২৫; আপডেট: ১১:০২, ১৭ মে ২০২৫

জাপানে আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রামের সুযোগ: আবেদনের সময়সীমা ও যোগ্যতা জেনে নিন

ছবিঃ সংগৃহীত

আপনি কি একজন উচ্চাকাঙ্ক্ষী পোস্টডক, অভিজ্ঞ গবেষক, অথবা পিএইচডি প্রার্থী, যিনি জাপানে অত্যাধুনিক গবেষণা করতে আগ্রহী? আপনার স্বপ্নপূরণের এখনই সেরা সময়!

জাপান সোসাইটি ফর দ্য প্রোমোশন অব সায়েন্স (JSPS) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের ২০২৬ অর্থবছরের আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম। এই সম্মানজনক ফেলোশিপগুলো সম্পূর্ণ অর্থায়নে গবেষণার সুযোগ দেয় জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে—প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মানবিক বিষয়ের যেকোনো ক্ষেত্রে। আপনি যদি একজন উদীয়মান গবেষক বা প্রতিষ্ঠিত অধ্যাপক হন, তাহলে আপনার জন্য নির্দিষ্ট সুযোগ থাকছেই।

JSPS ফেলোশিপ কী?

JSPS ফেলোশিপের মাধ্যমে বিশ্বের সেরা গবেষকদের জাপানে আমন্ত্রণ জানানো হয় যাতে তারা জাপানি গবেষকদের সঙ্গে মিলিতভাবে গবেষণা করতে পারেন। এর লক্ষ্য হল আন্তর্জাতিক শিক্ষাবিনিময়, আন্তঃসাংস্কৃতিক গবেষণার উৎকর্ষ এবং জাপানি বিজ্ঞানের আন্তর্জাতিকীকরণ।

২০২৬ অর্থবছরে প্রস্তাবিত ফেলোশিপ ক্যাটেগরি:


আর্থিক সুযোগসুবিধা:

সব ফেলোশিপের সঙ্গে নিম্নলিখিত সুবিধা অন্তর্ভুক্ত:

* আন্তর্জাতিক রিটার্ন এয়ারফেয়ার
* মাসিক ভাতা:

* পোস্টডক ফেলোদের জন্য: ¥৩৬২,০০০
* লং-টার্ম ইনভাইটেড ফেলোদের জন্য: ¥৩৮৭,৬০০
* শর্ট-টার্ম ইনভাইটেড ফেলোদের জন্য: দৈনিক ¥১৮,০০০
* সেটেলমেন্ট ভাতা: ¥২০০,০০০
* গবেষণা সহায়তা অনুদান (নির্বাচিত ক্যাটেগরির জন্য সর্বোচ্চ ¥১৫০,০০০)
* ওভারসিজ ট্র্যাভেল ইন্স্যুরেন্স

কে আবেদন করতে পারবেন?

পোস্টডক ফেলোশিপের (P/PE) জন্য:

* আবেদনকারীর পিএইচডি থাকতে হবে (বা ফেলোশিপ শুরুর আগে অর্জন করতে হবে)
* পিএইচডি ২ এপ্রিল ২০২০ বা তার পরে অর্জিত হতে হবে
* আবেদনকারী এমন দেশের নাগরিক হতে হবে যার সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে
* জাপানি নাগরিক বা স্থায়ী জাপানি রেসিডেন্টরা যোগ্য নন

ইনভাইটেশনাল ফেলোশিপের (L/S) জন্য:

* প্রফেসর/অ্যাসোসিয়েট প্রফেসর-সমমানের পদ থাকতে হবে
* আবেদনকারীকে বিদেশি প্রতিষ্ঠানে পূর্ণকালীন নিয়োজিত থাকতে হবে
* উল্লেখযোগ্য গবেষণা অবদান থাকতে হবে

২০২৬ অর্থবছরের আবেদন সময়সূচি: 

মুমু

আরো পড়ুন  

×