ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে মাঝ আকাশে বিমানের চাকা খুলে পড়লো, অভিজ্ঞ পাইলটের ব্যাখ্যা

প্রকাশিত: ০৭:৪৩, ১৭ মে ২০২৫

যে কারণে মাঝ আকাশে বিমানের চাকা খুলে পড়লো, অভিজ্ঞ পাইলটের ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমানের ড্যাশ ৮৪০০ মডেলের একটি ফ্লাইট গতকাল কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে চাকা খুলে পড়ে যায়। এটি একটি গুরুতর দুর্ঘটনা, এবং আমাদের জাতীয় বিমান পরিবহন ব্যবস্থা এবং ইমেজের জন্য এটা খুবই অশুভ ঘটনা। এর পিছনে দুইটি সম্ভাব্য কারণ থাকতে পারে: একটি হলো মানবজনিত ভুল, এবং অপরটি হলো ইঞ্জিন বা টেকনিক্যাল সমস্যা। 

এখানে দেখা উচিত, যদি কোনো টেকনিক্যাল ত্রুটি হয়ে থাকে, তবে বিমানের নিয়মিত টেকনিক্যাল চেক ও পর্যালোচনা যথাযথভাবে হয়েছে কি না। আন্তর্জাতিক মানদণ্ড এবং বিমান ম্যানুয়াল অনুযায়ী, প্রতি ফ্লাইটের উডান ও অবতরণের পর বিমানের টেকনিক্যাল পার্সনরা বিমানটি ভালোভাবে পরখ করেন। যদি সেই চেকিং সঠিকভাবে করা হয়ে থাকে, তবে এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না।

এ ধরনের দুর্ঘটনা আমাদের জাতীয় ভাবমূর্তির জন্য মোটেও উপকারী নয়, কারণ বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তদন্ত হওয়া উচিত এবং আমরা সেই তদন্তের ফলাফলের অপেক্ষা করব বলে মন্তব্য করেন সাবেক পাইলট।

তথ্যসূত্রঃ https://youtu.be/0KjNQuHPMLs?si=fkg1FkUpmlQE57Ba

মারিয়া

আরো পড়ুন  

×