
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় ৭৫০ জনকে পুশ-ইন করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের প্রতিরোধে শেষমেষ পিছু হটতে বাধ্য হয় তারা।
এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গারবিলের ভারত সীমান্তসংলগ্ন এলাকায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেভাগেই সতর্ক অবস্থান নেয় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। পুশ-ইনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিরা মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে দেন, যার পরিপ্রেক্ষিতে আশপাশের পাঁচ গ্রামের শতাধিক মানুষ রাতেই সীমান্তে জড়ো হন।
স্থানীয়দের উপস্থিতি ও বিজিবির কড়া নজরদারিতে কোনো সংঘর্ষ ছাড়াই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপনে পুশ-ইন পরিকল্পনা করেছিল বিএসএফ জওয়ানরা, তবে জনসচেতনতা ও বিজিবির তৎপরতায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী আগে থেকেই সতর্ক ছিল বাহিনীটি এবং স্থানীয়দের সহযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে বিজিবির একজন কর্মকর্তা বলেন, "জনগণের তাৎক্ষণিক সাড়া ও সক্রিয় অংশগ্রহণের কারণে বড় ধরনের সঙ্কট এড়ানো সম্ভব হয়েছে।"
সীমান্তে এমন ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিজিবির সূত্রে জানা গেছে।
মুমু