
ছবি: প্রতীকী
উত্তর-পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা মাত্র ১৭ কিলোমিটার চওড়া করিডর—যা কৌশলগতভাবে বিশ্বের অন্যতম স্পর্শকাতর অঞ্চল হিসেবে পরিচিত—‘চিকেনস নেক’। এই করিডর ঘিরে ভারত সম্প্রতি চালিয়েছে যুদ্ধকালীন সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’। যা ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার ঢেউ তুলেছে।
বিশেষ করে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের পরপরই এই মহড়া নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
গত সপ্তাহে টানা তিনদিন ধরে পশ্চিমবঙ্গের তিস্তা নদী অববাহিকায় ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ’ এ অনুষ্ঠিত হয় এই সামরিক মহড়া। এতে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখা। ব্যবহার করা হয় আর্টিলারি, ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল, এবং অত্যাধুনিক ড্রোন।
ভারতের গোহাটিতে এক অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই অনুশীলনের লক্ষ্য ছিল নদীঘেরা এলাকায় সম্মিলিত যুদ্ধকৌশল প্রয়োগের সক্ষমতা যাচাই এবং সেনাবাহিনীর বাস্তব যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ভারতীয় সেনারা যুদ্ধের প্রস্তুতিতে মত্ত। বিশ্লেষকদের মতে, এটি নিছক সামরিক প্রশিক্ষণ নয়—বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশলগত বার্তা।
লন্ডনভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিত দেব সরকার মনে করেন, এই মহড়ার মধ্য দিয়ে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলো, বিশেষ করে বাংলাদেশকে একটি সূক্ষ্ম বার্তা দিয়েছে। এটি কিছুটা প্ররোচনামূলক—যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতেই পারে।
বিশ্লেষকরা বলছেন, ড. ইউনূসের বক্তব্য ভারতের কাছে কৌশলগত অস্বস্তির জন্ম দিয়েছে। আর তাই একপ্রকার প্রতিক্রিয়াতেই চিকেনস নেক এলাকায় বাড়ানো হয়েছে সেনা তৎপরতা। ড. ইউনূস বলেছিলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কোন বিকল্প নেই। কারণ হারার কোন অপশন রাখা যাবে না। সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। তবে তিনি এ কথাও বলেছিলেন শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন।
ভারতের এমন মহড়া নিঃসন্দেহে কূটনৈতিক বার্তা বহন করে। এই বার্তা বাংলাদেশের জন্য কী অর্থ বহন করছে, তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। তবে একটা বিষয় নিশ্চিত—এই মুহূর্তে উপমহাদেশে শান্তির চেয়ে প্রস্তুতির আওয়াজই বেশি শোনা যাচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=hlNZvV9YGyM
রাকিব