ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ষক সুমন র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল

প্রকাশিত: ০৮:৩৩, ১৭ মে ২০২৫

ধর্ষক সুমন র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

ছবি: জনকন্ঠ

সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দা এক শিশু কন্যাকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব- এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত সুমন সন্যামত (৩৮) জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সেরাল গ্রামের বাসিন্দা। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে গ্রেপ্তারকৃতকে আগৈলঝাড়া থানায় সোর্পদ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ওইদিন রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- এর একটি অভিযানিক দল সুমন সন্যামাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুমন পশ্চিম সেরাল গ্রামের মতিউর রহমান সন্যামতের ছেলে।

মামলা এজাহারে জানা গেছে, পশ্চিম সেরাল গুচ্ছগ্রামের বাসিন্দা ভিকটিম শিশুকে গত ১৬ এপ্রিল বেলা বারোটার দিকে ঘরে একাকি পেয়ে জোরপূর্বক মুখ চেঁপে ধরে ধর্ষণ করে অভিযুক্ত সুমন সন্যামত। এসময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক সুমন নির্যাতিতা শিশুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

ঘটনায় নির্যাতিতা ভিকটিম শিশুর মা বাদি হয়ে সুমন সন্যামতকে একমাত্র আসামি করে একইদিন বিকেলে থানায় মামলা দায়ের করেন।

মুমু

×