ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সৌদিতে যেভাবে সান্ডা পালে, দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১৭ মে ২০২৫; আপডেট: ১৩:১২, ১৭ মে ২০২৫

সৌদিতে যেভাবে সান্ডা পালে, দেখুন ভিডিও

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে যেমন হাঁস-মুরগি পালন করা হয়, তেমনি যত্ন-সহকারে সৌদি আরবে পালন করা হয় সান্ডা। এটি মরুভূমি প্রধান দেশটিতে একটি সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। 

এক একটি বড় সাইজের সান্ডার দাম প্রায় ৫০০ থেকে ৭০০ রিয়াল। এটি সৌদি আরবের মানুষদের কাছে অতি সুস্বাদু খাবার। বিশেষ করে এটি দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়া হয়। 

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ‘সান্ডা’ নামক এক প্রকারের সরীসৃপ প্রাণী ধরার ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে মরু অঞ্চলের এই প্রাণীটি নিয়ে ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায়, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সান্ডা নিয়ে চলছে নানা আলোচনা ও হাস্যরস। তৈরি হয়েছে অসংখ্য মজার মিম, কৌতুক ও ব্যঙ্গচিত্র।

দেখুন ভিডিও: https://www.facebook.com/reel/

মুমু

×