ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুটপাতে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে চা খেলেন রিজভী

প্রকাশিত: ১৩:০৯, ১৭ মে ২০২৫

ফুটপাতে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে চা খেলেন রিজভী

নরসিংদীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ৩শ ফিট এলাকায় অপেক্ষামান নেতাকর্মীদের দেখে থেমে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেখানকার ফুটপাতে অপেক্ষমান কিছু বিএনপি নেতাকর্মীকে দেখে গাড়ি থামিয়ে পাশেই থাকা একটি চায়ের দোকানে যান তিনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চা পান করেন রাস্তার পাশে দাঁড়িয়েই।
চা-পানের মুহূর্তে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংবাদিক নেতা রাশেদুল হক, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুল কবির, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আওয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা।

চায়ের কাপ হাতে এ সময় রিজভী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু রাজনৈতিক আলোচনাও হয় বলে জানান উপস্থিতরা।
 

আফরোজা

আরো পড়ুন  

×