ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

১৯ বছর পর পর্দায় ’শাহরুখ-রানি’ জুটি

প্রকাশিত: ১৭:০১, ১৭ মে ২০২৫; আপডেট: ১৭:০২, ১৭ মে ২০২৫

১৯ বছর পর পর্দায় ’শাহরুখ-রানি’ জুটি

ছবি : সংগৃহীত

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর আবারো বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন ছবি ‘কিং’–এ এবার তাকে দেখা যাবে অ্যাকশন-থ্রিলার রূপে। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এ ছবিতে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুহানা খান (শাহরুখের মেয়ে), অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। এবার এই তারকাবহুল ছবিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন রানি মুখার্জি।

শাহরুখ খান ও রানি মুখার্জির জুটি বলিউডে দারুণ জনপ্রিয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’—এসব ছবিতে তাদের রসায়ন দর্শক হৃদয়ে আজও গাঁথা। ১৯ বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন তারা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, ছবিতে রানি মুখার্জিকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে। যদিও মাত্র পাঁচ দিনের শুটিং থাকছে তার জন্য, তবে চরিত্রটি ছবির কাহিনিতে আবেগ ও নাটকীয়তা যোগ করবে। এক সূত্র জানায়, “এই চরিত্রটিই পুরো গল্পে এক গুরুত্বপূর্ণ বাঁক এনে দেবে। রানির এই চরিত্রটাই ‘কিং’ ছবির হৃদয় বলা চলে।”

সূত্র আরও জানিয়েছে, রানিকে যখন চরিত্রটি অফার করা হয়, তখন তিনি না করেননি। শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের আহ্বানে তিনি সানন্দে রাজি হন।

বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। শুটিং শুরু হবে ২০ মে, মুম্বাইতে। এরপর ভারতের বিভিন্ন লোকেশন ছাড়াও ইউরোপেও বড় অংশের শুটিং হবে। ছবিটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘কিং’-এর পাশাপাশি রানি মুখার্জির হাতে রয়েছে ‘মারদানি ৩’ ছবিও। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।

সা/ই

×