
ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শনিবার সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকাল তিনটার দিকে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষকরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। তারা মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বেলা ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে বজ্রপাতের পোড়ার চিহ্ন দেখা গেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শহীদ