ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় সমবায় সমিতির কোটি টাকা আত্মসাৎ,ক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ

আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা,খুলনা

প্রকাশিত: ২০:৩১, ১৭ মে ২০২৫

পাইকগাছায় সমবায় সমিতির কোটি টাকা আত্মসাৎ,ক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ

ছবি: দৈনিক জনকন্ঠ

খুলনার পাইকগাছায় “জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আদায়কারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সমিতির শত শত সদস্য বিক্ষোভে ফেটে পড়েন এবং টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ করেন।


শনিবার বিকেলে পৌরসভার সরল বাজার এলাকায় খুলনা-পাইকগাছা প্রধান সড়ক অবরোধ করে শতাধিক নারী-পুরুষ। তারা রাস্তায় বসে পড়েন এবং জোরালো স্লোগান দিতে থাকেন, যার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির ও পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।


বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন ধরে সমিতিতে টাকা জমা রেখেছেন। অথচ সমিতির কয়েকজন দায়িত্বশীল সদস্য ও আদায়কারী নানা কৌশলে কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন ঈদের আগে তাদের পাওনা টাকা পরিশোধ না হলে আরও বড় আন্দোলনে যাবেন।অনুষ্ঠিত ঐ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা মোস্তফা মোড়ল ও ব্যবসায়ী জাকির হোসেন।

সাব্বির

×